Pencil E Aka Chobi - পেন্সিলে আঁকা ছবি [ SYED ATIQ-POEM ]
কবিতা ঃ পেন্সিলে আঁকা ছবি
কবি ঃ সৈয়দ আতিক
দেখি তোমায়
মনের আয়নায়,
ভেসে আসে মুখ
বইয়ের পাতায়।
খুজেছি তোমায়
একা পথে
নির্ঘুম রাতে
আমার সপ্নে।
ডাকি তোমায় কোন নামে ?
জানি না আমি শুধু ভাবি।
তুমি আমার মনের পাতায়,
পেন্সিলে আঁকা ছবি।
খুজেছে মন
শুধু যে তাকে,
দু'চোখের সপ্ন
দিয়েছি তাকে।
সপ্নে এসে
আমায় ডাকে,
উদাস মন
তাকেই ভাবে।
ডাকি তোমায় কোন নামে ?
জানি না আমি শুধু ভাবি।
তুমি আমার মনের পাতায়,
পেন্সিলে আঁকা ছবি।
ভুলিতে না পারি
সে মুখ খানি।
আঁধার ঘরে
আলো হয়ে
ছুঁয়ে যায় হাত দু'টি।
সে যে আমার
আঁধার ঘরের আলো,
কল্পনার আল্পনায়
তারেই লাগে ভালো ।
ডাকি তোমায় কোন নামে ?
জানি না আমি শুধু ভাবি।
তুমি আমার মনের পাতায়,
পেন্সিলে আঁকা ছবি।
> SYED ATIQ <
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন