Header Ads

Nasif Oni ft Parvez Shazzad CHOKH JENO_TAR [SYED ATIQ-LYRICS]





SONG : #CHOKH_JENO_TAR
Words :
Syed Atiq Singer : Parvez Sazzad Tune & Composer : Nasif Oni Album : #Kotota_Bhalobashi চোখ যেন তার কথা বলে মন কাড়ে মেয়ে হাসির ছলে ভেবে যায় মন তারে বারে বারে সেকি আমার কথা ভাবেনারে ?? কত কিছু ভাবো ভাবো কি তুমি আমায় ? কত কিছু দেখো দেখো কি তুমি আমায় ? ভেবো না এ কোনো দিবা সপ্ন সত্যি বলছি আমি তোমাতেই মগ্ন । দেখতে চায় দু'নয়ন থাকবে কি কিছুক্ষণ ? না কোরো না এবার , বলছি বারে বার। আর কত কাল তুমি থাকবে কল্পনায় ? কত কিছু ভাবো ভাবো কি তুমি আমায় ? কত কিছু দেখো দেখো কি তুমি আমায় ?

কোন মন্তব্য নেই

kim258 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.