Header Ads

Megher Railgari - মেঘের রেলগাড়ি [ SYED ATIQ - POEM ]






কবিতা ঃ মেঘের রেলগাড়ি
কবি ঃ সৈয়দ আতিক



রাতটা দীর্ঘ মনে হচ্ছে
মেঘের রেলগাড়ি শুধু ছুটছে আর ছুটছে।
তবে এক জনের কথাই শুধু মনে পড়ছে।

জানি সে জানে না অনেক কথাই
জানে না কত প্রতিক্ষার প্রহরি আমি।
সে জানে শুধু একটি কথাই
তুমি এক গাদা ভুলের হাড়ি্।

কত কাছে থেকেও ছোঁয়া যায় না
ঐ তো দেয়ালের আড়ালে তুমি ?
তবু মনের ডাক যে যায় না
জানালায় ছুড়ে মারা সেই ঢিল
যেন ছিলো কত না চিঠি প্রদানের খেল
কাব্যের চর্চা কি শুরু তাতেই ?
সন্ধানে কবির দিল।

কোনো এক কুয়াশার প্রভাত
ডিম্ব হাতে দেখার লুকুচুরি।
চুরির পর ধরা খেয়ে
তার পরেও বাহাদুরি।

কত সৃতি মেঘের রেলে
বয়ে যাচ্ছে আজি।
ভুলিবার অভিনয়ে
সদা প্রতিক্ষণি।
যাহার সাথে দিন কাটাও
সুখে থেকো তুমি।
হাজারো ক্ষতে বিক্ষিত হয়েও
চিরো ঋণি আমি।


> SYED ATIQ <

কোন মন্তব্য নেই

kim258 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.