Header Ads

O Bangla Mata - ও বাংলা মাতা [ SYED ATIQ - POEM ]





ক্ষুদে কবিতা : ও বাংলা মাতা
কবি : সৈয়দ আতিক


আমাদের দরকার নতুন কিছু আত্তা,
ও বাংলা মাতা !!!

দরকার একজন শেরেবাংলা ,
দরকার একজন ভাসানি ,
যারা মুছে দেবে আমাদের
শত চিহ্নিত বদনামি ।

আমাদের দরকার নতুন কিছু আত্তা,
ও বাংলা মাতা !!!

> SYED ATIQ <

কোন মন্তব্য নেই

kim258 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.