Header Ads

Master-D ft SAY GOODBYE [SYED ATIQ-LYRICS]





Song : SAY GOODBYE
WORDS : Syed Atiq
Produced and Composed by Master-D
Mixed by: Ghislain Brind’Amour
Label : Bilz Music


কত দূরে যাবি বল ?
দেখে নেবো এই আমি!
কি করে ভুলবো বল ?
তোর ওই পায়ের মল ?

ভুল যদি হয়ে থাকে
ক্ষমা চাই এই আমি,
কি করে ভুলবো বল ?
তোর ওই চোখের জল ?

রাত কেটে গেছে নতুন সূর্যেতে
পুরোনো দিন মুছে যাচ্ছে রোজ,
তবু কেনো আধার তোর মনেতে আজ ?
সব ফেলে বলে দে GOOD BYE ।

SAY GOOD BYE
বিদায়,
তোর ঠিকানায়
মন যায় ।

দু'চোখে না ঘুম আসে
ভেবে কত না সৃতির খোজ ।
না বুঝে মন তোর এই আমি
কত কাঁদিয়েছি তোকে রোজ ।

বুঝিনি, সজনী হরিণী চোখেতে রজনী একাকি
চেয়েছিলো সাথে, চেয়েছিলো পাশে ।
রজনী বোঝেনি কতটা স্বপ্ন দু'চোখে এঁকেছে
একাকি বসে, এলো কেশে ।

তবু আছে ক্ষমা্‌র
তোর কাছে চাওয়ার
সব ফেলে বলে দে
GOOD BYE ।

SAY GOOD BYE
বিদায়,
তোর ঠিকানায়
মন যায় ।

1 টি মন্তব্য

নামহীন বলেছেন...

Need More like this ...!!! awesome !!!!

kim258 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.