Jegan ft Nasif Oni & Tr -SHAARA [SYED ATIQ-LYRICS]
Song: Shaara
Lyrics: Syed Atiq
Singer: Nasif Oni & Thinesh Se
Music: Jegan TJP
Starring: Thusy, Geethiyaa, Thilak, Jegan TJP & Thibz,
Video Production: G design lab
দিন শেষে এলো কেশে
দেখি তারে ভালোবেসে
মন পাগল হয়ে যায়
তারি রুপেরি বেশে
সাড়া সাড়া সাড়া
দেবে কি সাড়া
চোখের ইশারায়
ভাসিয়ে দাও
পাগল মন আমার
অবুঝ মন আমার
ভোলা মন আমার
জানো না
তুমি দিন আমার
তুমি রাত আমার
একা চাঁদ আমার
বোঝো না।
পথে পথে ঘুরে ঘুরে
মন তোকে খুজে যাই
মন যে তুই আছিস কোথায়
তোকে পেতে চাই
রুপেরি মায়াতে
থাকি বিভোর সারাবেলা
প্রেমের হাওয়ায় সে পাগলামি
বোঝো কি তা?
দিন শেষে এলো কেশে
দেখেছি ভালোবেসে
প্রেমেরী সপ্তর্শিতে
সাজাবে কি আমায়?
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন