Shudhu Ektibar [ SYED ATIQ - LYRICS ]
Song : Shudhu Ektibar
Lyrics : Syed Atiq
Singer : Nasif Oni & Muna
Tune & Compose : Nasif Oni
Album : Jay Na Vola
শুধু একটি বার বলতে পারো
ভালবাসি তোমায় ।
শুধু একটি বার বলতে পারো
আমি প্রিয়তম তোমার ।
জানি ভালোবাসার মানুষ শুধু যে আমি
আর কেউ ভালোবাসবে না
আমার মত তাও জানি ।
শুধু আর একটি বার চোখ মুছে দাও আমার
ভালোবাসায় জড়িয়ে নাও আরো একটি বার।
দুরত্ব হয়নি কোথাও
শুধু বিশ্বাসে খনিকের
থাকে যদি ভালোবাসা
সব ভুলে কাছে ডেকে নাও।
ভালোবাসা কমেনি কভূ
শুধু বিচ্ছেদে খনিকের
থাকে যদি মনে আমায়
সব ভুলে হাতটি ধরে নাও।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন