Master-D ft Count On me [SYED ATIQ-LYRICS]
Produced and Composed by Subir “Master-D” Dev
Bangla Lyrics: Syed Atiq
English Lyrics : Subir “Master-D” Dev & Kashif Khan
Mixed by: Ghislain Brind’Amour
Label: Bilz Music / Qinetic Music
Video by:PeeZee
Make Up by Reve Studio
যদি কাদো অঝরে
কপল ভিজিয়ে
তোমারি পাশে থেকে
দেবো চোখ মুছিয়ে
যত কষ্ট থাকুক পাশে
দূর করে দেবো
এক নিমিষে
দুরেতে থাকো যতই
ছায়া হয়ে থাকবই
কথা জেনে রেখো একটি
Baby you can count on me
Baby you can count on me
Tell me what you want
And Imma hold you down
Baby you can count on me
যদি কালবৈশাখী
আসে ঝড় অবেলায়
যদি ভয় ধরে ঘিরে
দেখো একবার ফিরে
আসে ঝড় অবেলায়
যদি ভয় ধরে ঘিরে
দেখো একবার ফিরে
আলো হয়ে দাড়াবো দূয়ারেতে
দূর করে সব ভয় ভীতিকে
জোনাকি হয়ে আধারো ঘরে
আলো দেবো ছড়িয়ে
ঘর পুরো জুড়ে
কুয়াশা ভরা পথে
হারিয়ে যদি যাও
হাত বাড়াবো তোমার পানে
চাও বা নাই বা চাও
ভালোবাসি তাইতো এতো
চিন্তা নিয়েছি
কষ্ট গুলো তাইতো
আমার করে নিয়েছি
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন