Header Ads

Preme Diwana | BanglaLyrics | Protik Hasan| Mumzy | Master D| Syed Atiq

 



1st VERSE]

মন যে দোলে
ভালোবাসার তালে,
মেয়ে ধরা কেনো দেয় না
তার হাল-চাল বুঝি না।

তোমার ঐ হাসি
gonna make me crazy
মেয়ে লুকুচুরি খেলো না।
ধুরু ভালো আর লাগে না!

[PRE-CHORUS]

আমাকে কেনো যখন তখন প্রেমে ফেলো বুঝি না!
তোমাকে নিয়ে কত কথা মনে গাথা জানো না ?
বলে দেবো আজ এ রাতে,
সপ্নগুলো সত্যি হতে,
প্রেমে প্রেমে সারা জীবন রাঙিয়ে দেবো।

[CHORUS]

প্রেমে দিওয়ানা,
কাটে না সময়টা।
প্রেমে দিওয়ানা,
দিয়ে যাও এ মনটা।
রাখবো ধরে এ অন্তরে কত না যতনে।

[2nd VERSE ]

যাচ্ছে চলে
কত রঙ ঢং করে,
মেয়ে মুখে কিছু বলে না
তার হাল চাল বুঝি না।

তোমার ঐ চাহনী
gonna make me crazy
ঐ চোখেরি ভাষা
মনে জাগায় আশা।


PRE-CHORUS]

আমাকে কেনো যখন তখন প্রেমে ফেলো বুঝি না!
তোমাকে নিয়ে কত কথা মনে গাথা জানো না ?
বলে দেবো আজ এ রাতে,
সপ্নগুলো সত্যি হতে,
প্রেমে প্রেমে সারা জীবন রাঙিয়ে দেবো।

[CHORUS]

প্রেমে দিওয়ানা,
কাটে না সময়টা।
প্রেমে দিওয়ানা,
দিয়ে যাও এ মনটা।
রাখবো ধরে এ অন্তরে কত না যতনে।




কোন মন্তব্য নেই

kim258 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.