Ami Chai Thakte Nusrat Faria ft Master D | Syed Atiq | Bangla Lyrics 2020 | আমি চাই থাকতে
Lyrics : আমি চাই থাকতে
Lyricist : Syed AtiqSinger : Master D & Nusrat Faria
Tune & Compoition : Master D
(ফারিয়া)
ভেবেছি
বারে বারে প্রেমে পরেছি
মনে তারি ছবি একেছি
আর ভালোবাসা কি আমি বুঝেছি
(মাষ্টার ডি)
মন ফেরে না ঘরে ফেরে না
বলনা কি করি আজ আমি তোকে নিয়ে
(ফারিয়া)
মন সহে না এই যন্ত্রনা
উদাস হয়ে ভেবে যাই তোকে
তোর মনের মাঝেতে
তোর কথার ভাজেতে
তোর ভাবনা গুলোতে
আমি চাই থাকতে
(মাষ্টার ডি)
তোর ঝুমকা দোলাতে
তোর হাতের চুড়িতে
তোর লাল লাল ঠোটে
আমি চাই থাকতে
(ফারিয়া)
ও রে কি জাদু তুই করলি ?
কেরে নিলি ঘুম ।
হয়ে যাবো আমি loka
My heart goes boom boom boom
(মাষ্টার ডি)
ভালোবাসি খুব বেশি তোর মুখের হাসি
মনে ঝড় ওঠে যখন তোর চোখে দেখি
(ফারিয়া)
মন ফেরে না ঘরে ফেরে না
বলনা কি করি আজ আমি তোকে নিয়ে
(মাষ্টার ডি)
মন সহে না এই যন্ত্রনা
উদাস হয়ে ভেবে যাই তোকে
(ফারিয়া)
তোর মনের মাঝেতে
তোর কথার ভাজেতে
তোর ভাবনা গুলোতে
আমি চাই থাকতে
(মাষ্টার ডি)
তোর ঝুমকা দোলাতে
তোর হাতের চুড়িতে
তোর লাল লাল ঠোটে
আমি চাই থাকতে
(ফারিয়া)
তোর হাতের ছোয়াতে
তোর ঘুমের ঘোরেতে
তোকে সপ্ন দেখাতে
আমি চাই থাকতে
(মাষ্টার ডি)
তোর সপ্ন গুলোতে
তোর নাকের নোলোকে
তোর গালের তিলেতে
আমি চাই থাকতে
(ফারিয়া)
তোর মনের মাঝেতে
তোর কথার ভাজেতে
তোর ভাবনা গুলোতে
আমি চাই থাকতে
(মাষ্টার ডি)
তোর ঝুমকা দোলাতে
তোর হাতের চুড়িতে
তোর লাল লাল ঠোটে
আমি চাই থাকতে
Youtube Link :
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন