Muza - Bhul Korina ft. Master-D (Official Music Video) | Syed Atiq | Full Lyrics 2019
Singer : Muza & Master-D
Lyrics by Muza (Verse 1) & Syed Atiq (Verse 2)
Music produced by Muza & INViDA
Mixed & Mastered by R.Cha
Directed by PeeZee
Lyrics:
Verse 1:
Lyrics:
Verse 1:
Girl tell me why you're so hard to get
বসে আছো একলা, still you flex
Girl tell me why your life, is a mess
এলোমেলো মন, I can feel the stress
I’m just like you, Picky and rude
I’m just like you, করতে পারি ভুল, (but ami)
Chorus X2
ভুল করিনা ভুল করিনা
পিছে ঘুড়াবো,still sorry না sorry না
ভুল করিনা ভুল করিনাTo take you off mind
আমি পারি না পারি না
Verse 2:
যদি না আসে গুনতে কেউ দু;খ গুলো তোমার মনের
বুকে টেনে নেবো আমি, ভাগ করে দেবো হাসি ।
যদি না আসে শুনতে কেউ কথা গুলো তোমার মনের
সাথি হবো কথার ই,কভু তুমি ভাবোনি ।,
পড়েছি তোমার আমি চোখের ভাষা
দিতে তো এসেছি কিছুটা আশা,
লেগেছে মনেতে আজ কিসের নেশা ?
দিয়েছি নাম তার ভালোবাসা ।
শুনো তুমি
Just tell me ,
শুধু তুমি,
শুধু তুমি,
কবে হবে আমারি ?
ভুল করিনা ভুল করিনা
ভুল করিনা ভুল করিনা
ভালোবাসতে ভুল করি না করি না ।
ভুল করি না ভুল করি না
মন থেকে সড়াতে পারিনা পারিনা ।
Chorus X2
To take you off mind
আমি পারি না পারি না
Chorus X2
ভুল করিনা ভুল করিনা
পিছে ঘুড়াবো,still sorry না sorry না
ভুল করিনা ভুল করিনাTo take you off mind
আমি পারি না পারি না
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন