Ochena Shohor ft Nasif Oni [Syed Atiq-Lyrics]
Song : OCHENA SHOHOR
WORDS : Syed Atiq
Produced,Composed and Singing by Nasif Oni
অচেনা শহরে, শত ভীরেতে
চলেছি হেটে তোমার জন্য যে ।
চলেছি হেটে তোমার জন্য যে ।
যাক না যাবে সময়টা কেটে
বন্ধুর পথ পাড়ি কে দেবে ?
নিস্তব্ধ মনে শব্দ খুজে যাই,
ছন্দের আড়ালে তোমাকেই সাজাই।
বেচে থাকার ইচ্ছে ঘুরি
ঊড়াই আমি তোমার নামে।
ছুটে চলা তোমার জন্যে
ভালোবাসা আজ এখানে।
এভাবে কেমন করে দিন কেটে যায় ।
তোমাকে কখনো কি বলো ভোলা যায় ?
মিশে তুমি প্রতি নিশ্বাসে ,
ভালোবাসার প্রতিটি কণার বিশ্বাসে ।
বেচে থাকার ইচ্ছে ঘুরি
ঊড়াই আমি তোমার নামে।
ছুটে চলা তোমার জন্যে
ভালোবাসা আজ এখানে।
অচেনা শহরে, শত ভীরেতে
চলেছি হেটে তোমার জন্য যে ।
যাক না যাবে সময়টা কেটে
বন্ধুর পথ পাড়ি কে দেবে ?
নিস্তব্ধ মনে শব্দ খুজে যাই,
ছন্দের আড়ালে তোমাকেই সাজাই।
বেচে থাকার ইচ্ছে ঘুরি
ঊড়াই আমি তোমার নামে।
ছুটে চলা তোমার জন্যে
ভালোবাসা আজ এখানে।
ছুটে চলা তোমার জন্যে
ভালোবাসা আজ এখানে।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন