What is Net Run Rate ? | ক্রিকেটের খুঁটিনাটি (প্রথম পর্ব) বিষয় : নেট রান রেট
ক্রিকেটের খুঁটিনাটি (প্রথম পর্ব)
বিষয় ঃ নেট রান রেট

গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটের নিয়ম কানুনের অন্ত নেই। যুগের সাথে তাল মিলিয়ে ক্রিকেটেও বিভিন্ন নিয়ম যুক্ত হয়।ক্রিকেট যারা নিয়মিত আনুসরন করে তারা এই নিয়মের সাথেও পরিচিত হয়ে যায়।কিন্তু কিছু বিষয় আছে যা সাধারন ক্রিকেট প্রেমীরা ধারণা করতে পারে না।সেই বিষয় গুলো নিয়েই আমার এই লেখা।
নেট রান রেট
সাধারণত দ্বিপক্ষীয় সিরিজে নেট রান রেট এর কোনো হিসাব দরকার হয় না।কিন্তু ত্রিদেশীয় ও এশিয়া কাপ অথবা বিশ্ব কাপ এর মত টুর্নামেন্টে নেট রান রেট একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠে।নেট রান রেট কিভাবে হিসাব হয় আমাদের অনেকের কাছেই প্রশ্নটা ঘুরপাক খায়।আজকে সেই প্রশ্নের উত্তর খুঁজা হবে :
বর্তমানে বাংলাদেশে চলমান ত্রিদেশীয় সিরিজ এর পয়েন্ট টেবিল :
দল
|
ম্যাচ
|
জয়
|
পরাজয়
|
পয়েন্ট
|
নেট রান রেট
|
বাংলাদেশ
|
৩
|
৩
|
০
|
১৫
|
+২.৪৮৯
|
শ্রীলংকা
|
৩
|
১
|
২
|
৪
|
-০.৯৮৯
|
জিম্বাবুয়ে
|
৪
|
১
|
২
|
৪
|
-১.০৮৭
|
নেট রান রেট সাধারণত হিসাব
করা হয় একটি দল যত রান করে তার রান রেট এবং প্রতিপক্ষের রান রেট রেট এর পার্থক্য
ধরে।এই সিরিজের স্কোরকার্ড-
১ম ম্যাচ
বাংলাদেশ-জিম্বাবুয়ে
জিম্বাবুয়ে-১৭০/১০ ওভের-৪৯
বাংলাদেশ-১৭১/২ ওভার-২৮.৩
২য় ম্যাচ
জিম্বাবুয়ে-শ্রীলংকা
জিম্বাবুয়ে-২৯০/৬ ওভার-৫০
শ্রীলংকা-২৭৮/১০ ওভার-৪৮.১
৩য় ম্যাচ
৩য় ম্যাচ
বাংলাদেশ-শ্রীলংকা
বাংলাদেশ-৩২০/৭ ওভার-৫০
শ্রীলংকা-১৫৭/১০ ওভাআ-৩২.২
৪র্থ ম্যাচ
জিম্বাবুয়ে-শ্রীলংকা
জিম্বাবুয়ে-১৯৮/১০ ওভার-৪৪
শ্রীলংকা-২০২/৫ ওভার-৪৪.৫
৫ম ম্যাচ
বাংলাদেশ-জিম্বাবুয়ে
বাংলাদেশ-২১৬/৯ ওভার-৫০
জিম্বাবুয়ে-১২৫/১০
ওভার-৩৬.৩
এই সিরিজে বাংলাদেশ মোট ৭০৭ রান করেছে ১২৮.৩ ওভারে।অপরপক্ষে বাংলাদেশ রান দিয়েছে ৪৫২।এ রান করতে জিম্বাবুয়ে ও শ্রীলংকা মোট ১১৭.৫ ওভার খেলে।কিন্তু জিম্বাবুয়ে ও শ্রীলংকা যেহেতু আলআউট হয়েছে তাই তাদের পূর্ণ ৫০ ওভার ব্যাটিং করার হিসাব করা হবে।তাহলে তাদের মোট রানকে ১৫০ ওভার দিয়ে ভাগ করতে হবে।ভাগ করার সময় ওভার পূর্ণ না থাকলে তাকে এভাবে ধরতে হবে যেমন- ১২৮.৩ কে ধরা হবে ১২৮.৫।কারন ৬ বলে ১ ওভার, ৩ বল ১ ওভারের .৫। তাই ১২৮.৩ ওভার কে ১২৮.৫ ধরা হয়।[বাখা-১২৮.৩=১২৮+(৩/৬)=১২৮.৫]
এই সিরিজে বাংলাদেশ মোট ৭০৭ রান করেছে ১২৮.৩ ওভারে।অপরপক্ষে বাংলাদেশ রান দিয়েছে ৪৫২।এ রান করতে জিম্বাবুয়ে ও শ্রীলংকা মোট ১১৭.৫ ওভার খেলে।কিন্তু জিম্বাবুয়ে ও শ্রীলংকা যেহেতু আলআউট হয়েছে তাই তাদের পূর্ণ ৫০ ওভার ব্যাটিং করার হিসাব করা হবে।তাহলে তাদের মোট রানকে ১৫০ ওভার দিয়ে ভাগ করতে হবে।ভাগ করার সময় ওভার পূর্ণ না থাকলে তাকে এভাবে ধরতে হবে যেমন- ১২৮.৩ কে ধরা হবে ১২৮.৫।কারন ৬ বলে ১ ওভার, ৩ বল ১ ওভারের .৫। তাই ১২৮.৩ ওভার কে ১২৮.৫ ধরা হয়।[বাখা-১২৮.৩=১২৮+(৩/৬)=১২৮.৫]
বাংলাদেশের নেট রান রেট =[মোট রান করেছে/যত ওভারে করেছে]-[মোট যত দিয়েছে/যত ওভারে করেছে] =(৭০৭/১২৮.৫)-(৪৫২/১৫০)
=২.৪৮৯
একইভাবে শ্রীলংকা মোট করেছে ৬৩৭ রান ১২৪.৮ অভারে।কিন্তু তারা বাংলাদেশ ও জিম্বাবুয়ের সাথে ২ বার আলআউট হয়েছে বিধায় তারা মোট ৫০+৫০+৪৪.৫=১৪৪.৫ ওভারে খেলেছে ধরা হবে কারন একমাত্র ৪র্থ ম্যাচেই তারা আলআউট হয়নি।শ্রীলংকার বিপক্ষে মোট ৮০৮ রান করা হয়েছে ১৪৪ ওভারে।যেহেতু জিম্বাবুয়ে ৪র্থ ম্যাচে আলআউট হয়েছে তাই ১৫০ ওভার ধরা হয়।[এখানে ১৪৪.৫ ওভার কে ১৪৪.৮৩ হিসাব করা হয়।ব্যাখ্যা- ১৪৪+(৫/৬=১৪৪.৮৩]
একইভাবে শ্রীলংকা মোট করেছে ৬৩৭ রান ১২৪.৮ অভারে।কিন্তু তারা বাংলাদেশ ও জিম্বাবুয়ের সাথে ২ বার আলআউট হয়েছে বিধায় তারা মোট ৫০+৫০+৪৪.৫=১৪৪.৫ ওভারে খেলেছে ধরা হবে কারন একমাত্র ৪র্থ ম্যাচেই তারা আলআউট হয়নি।শ্রীলংকার বিপক্ষে মোট ৮০৮ রান করা হয়েছে ১৪৪ ওভারে।যেহেতু জিম্বাবুয়ে ৪র্থ ম্যাচে আলআউট হয়েছে তাই ১৫০ ওভার ধরা হয়।[এখানে ১৪৪.৫ ওভার কে ১৪৪.৮৩ হিসাব করা হয়।ব্যাখ্যা- ১৪৪+(৫/৬=১৪৪.৮৩]
শ্রীলংকার নেট রান রেট= (৬৩৭/১৪৪.৮৩)-(৮০৮/১৫০)= -০.৯৮৯
জিম্বাবুয়ের নেট রান রেট=(৭৮৩/২০০)-(৮৬৭/১৭৩.৩৩)= -১.০৮৭
আশা করি সকলেই নেট রান রেট
সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। ২য় পর্বে আরো কিছু বিষয় নিয়ে আমি তরিকুল ইসলাম শাহাদাত হাজির হব সৈয়দ আতিক এর ব্লগ পেজে। ধন্যবাদ সবাইকে ।
ক্রিকেটিয় বিষয় নিয়ে অনুচ্ছেদটি লিখেছেন তরিকুল ইসলাম শাহাদাত ।

কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন