Header Ads

Janina Kibhabe_ Nasif Oni ft Kazi Shuvo_[ SYED ATIQ - LYRICS ]


Song : Janina Kivabe
Words : Syed Atiq
Tune & Compose : Nasif Oni
Singer : Kazi Shuvo
Album : Kotota Valobashi



দিশাহীন এ দু'টি চোখে
আজ দেখতে চায় যে তোকে
মনে থাকা শব্দগুলো
বলতে চাই তোকে

জানি না কিভাবে
বলবো তোকে পাশেতে চাই
জানি না কিভাবে
প্রেমেরী কথাগুলো বোঝাই

প্রেমেরী চিঠি
ঊড়িয়েছো কি ?
প্রতিক্ষা শুধু
পেতে চাই এ বুকে

সপ্ন মায়াবী
একেছো কি ছবি ?
এ বুকে তাই প্রেম জাগে
কি রং তুলিতে ?


পাগল মন শুধু তোরি জন্যে
পাগন মন শুধু তোরি প্রেমে

জানি না কিভাবে
বলবো তোকে
পাশেতে চাই
জানি না কিভাবে
প্রেমেরি কথাগুলো বোঝাই।



কোন মন্তব্য নেই

kim258 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.