Header Ads

Nasif Oni ft Shohan_Ektu Ektu Dekha [ SYED ATIQ - LYRICS ]






Song : Ektu Ektu Dekha
Lyrics : Syed Atiq
Singer : Shohan
Tune & Compose : Nasif Oni
Album : Jay Na Vola


একটু একটু দেখা
একটু ভালোবাসা
তোমায় কাছে টেনে নেয়।
একটু মুচকি হাসা
একটু করে নেশা
তোমায় কাছে ভেবে নেয়

তুমি যে আমারি সব আশা
এ মনেরি ভাষা।

কেন কর ছলনা
বলনা বলনা ভালোবাসি বল না।

আকাশের নীলিমায়
একেছি তোমার ছবি
ইচ্ছে হয় তোমাকে
শুধু ভাবি।

মেঘ হয়ে উড়ে বেরাও তুমি
মনেরি আকাশ জুরে।


বৃষ্টি ভেজা রাতে ভাবি
তুমি পাশে।
ভালোবাসা দিতে চাই
উজার করে।

মেঘ হয়ে উড়ে বেরাও তুমি
মনেরি আকাশ জুরে।



কোন মন্তব্য নেই

kim258 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.