ক্ষুদে কবিতা ঃ আজকে না হয় বলেই দেইঅনেক কথার অনেক ভীড়েহয়নি তোমায় বলাতোমার জন্য আমার আকাশহাযার তারার মেলাতোমার জন্য সব কবিতাসব কান্না হাসিআজকে না হয় বলেই দেইতোমায় ভালোবাসি ।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন