Header Ads

Aj K Nahoy Bolei dei ? - আজকে না হয় বলেই দেই ?





ক্ষুদে কবিতা ঃ আজকে না হয় বলেই দেই


অনেক কথার অনেক ভীড়ে
হয়নি তোমায় বলা
তোমার জন্য আমার আকাশ
হাযার তারার মেলা
তোমার জন্য সব কবিতা
সব কান্না হাসি
আজকে না হয় বলেই দেই
তোমায় ভালোবাসি ।

কোন মন্তব্য নেই

kim258 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.